জেলা পরিষদ হবে সব উন্নয়নের কেন্দ্রবিন্দু : আলহাজ ওচমান গনি পাটওয়ারী

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী

সংগৃহীত ছবি

ফিচার

জেলা পরিষদ হবে সব উন্নয়নের কেন্দ্রবিন্দু : আলহাজ ওচমান গনি পাটওয়ারী

  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর, ২০১৮

চাঁদপুর জেলা পরিষদ ১৩৩ বছরের পুরনো প্রতিষ্ঠান। একসময় এখান থেকেই জেলার সব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতো। এখনো জেলা পরিষদের মর্যাদা আছে, তবে উন্নয়নের ব্যাপকতা কমে যাওয়ায় জেলা পরিষদের কার্যক্রম দমে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সংসদীয় দুটি স্তর। যদি তা হতো, তাহলে জেলা পরিষদ দুর্বল হতো না। জেলা পরিষদের মাধ্যমে সবধরনের কাজ করার সুযোগ আছে, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে সব কাজ করতে পারছি না। সব ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের আওতায় আনার চেষ্টা করছি। সব উপজেলায় একটি করে শহীদ মিনার নির্মাণ ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজ চলমান রয়েছে। আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান করছি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads