রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ‘জিয়া সাইবার ফোর্স’র মহাসচিব কে এম হারুন অর রশিদকে গ্রেফতার করেছে র্যাব-৩। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র বিরোধী মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে আজ শুক্রবার ভোরের দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া মুফতি মাহমুদ খান।
গ্রেফতারকৃত কে এম হারুন অর রশিদকে র্যাব-৩-এর কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে সোপর্দ করা হবে বলে জানান মুফতি মাহমুদ।





