ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন আকবর আলীরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি, ২০২০

জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলবেন বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ক্যাপ্টেন আকবর আলী, মাহমুদুল হাসান, শরীফুল হাসান, তানজিদ হাসান, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেনসহ মোট ছয় ক্রিকেটার।

১৮ ও ১৯শে ফেব্রুয়ারি বিকেএসপিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আইসিসি যুব বিশ্বকাপজয়ী দলের হাফডজন ক্রিকেটার। ফাইনালে ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ শিরোপা জিতে বৃহস্পতিবার সাউথ আফ্রিকা থেকে ঢাকায় ফেরে আকবর আলীর দল।  

বিসিএল নিয়ে কক্সবাজারে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় আকবর আলীদের জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর সিদ্ধান্ত বিসিবির। সিনিয়র দলে সুযোগ পাওয়ায় বেড়েছে চাপ, তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আকবর আলী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads