জিততে হলে টাইগারদের করতে হবে ৩৬০ রান

সংগৃহীত ছবি

ক্রিকেট

জিততে হলে টাইগারদের করতে হবে ৩৬০ রান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মে, ২০১৯

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের জন্য ৩৬০ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রান করে ভারত।

ধোনি ৭৮ বলে ৭টি বিশাল ছক্কা ও ৮টি চারের সাহায্যে ১১৩, লোকেশ রাহুল ৯৯ বলে ৪টি ছক্কা ও ১২টি চারে ১০৮ এবং বিরাট কোহলি ৪৭ রান করেন।

বাংলাদেশের বোলাররা শুরুর দিকে ভারতের ব্যাটসম্যানদের চেপে ধরলেও সেই চাপ সামাল দেন লোকেশ রাহুল ও ধোনি। তাদের জুটিতে আসে ১৬৪ রান।

টাইগারদের পক্ষে মুস্তাফিজ ৮ ওভারে ৪৩ রানে ১টি, সাইফউদ্দিন ৬ ওভারে ২৭ রানে ১টি, রুবেল ৮ ওভারে ৬২ রানে ২টি, সাকিব ৬ ওভারে ৫৮ রান খরচায় ২টি এবং সাব্বির ৫ ওভারে ৩০ রানের বিনিময়ে ১টি উইকেট লাভ করেন।

এছাড়া মাশরাফি ৬ ওভারে ২৩ রান, আবু জায়েদ ৩ ওভারে ৪১ রান, মিরাজ ৫ ওভারে ৪০ এবং মোসাদ্দেক ৩ ওভারে ৩২ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে টাইগাররা লন্ডনে যাবে। যেখানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২ ও ৫ জুন মূল ইভেন্টে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে ৫ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হবে ভারতের বিশ্বকাপ মিশন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads