রাজনীতি

জিএম কাদের চেয়ারম্যান, রওশন বিরোধীদলীয় নেতা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ সেপ্টেম্বর, ২০১৯

জিএম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান থাকছেন, রওশন এরশাদ হচ্ছেন বিরোধীদলীয় নেতা।

আজ রোববার সকালে দলের বনানী কার্যালয়ে এক ব্রিফিং এ জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এ তথ্য জানান।

তবে, রংপুর-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী দেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান রাঙ্গা।

এর আগে, জাতীয় পার্টির বিদ্যমান সংকট ও দুই পক্ষের বিরোধের মধ্যেই শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে বৈঠক করেন দুই পক্ষের শীর্ষ নেতারা। মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ছাড়াও এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, ফয়সাল চিশতি, সেলিম ওসমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা।

পরে মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানিয়েছিলেন, দলের জন্য ভালো খবর অপেক্ষা করছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads