অপরাধী না হয়েও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন বছর সাজা ভোগ করা পাটকল শ্রমিক জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এমন দাবি জানান সংগঠনটির নেতারা।
জাহালমকে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, ‘নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর যেন জাহালমের মতো নির্দোষ কাউকে গ্রেফতার করে হয়রানি না করা হয়।’
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, নিরীহ পাটকল শ্রমিক জাহালম চরম অন্যায়ের শিকার হয়েছেন। আমরা বিশ্বাস করি, অসংখ্য জাহালম, বাংলাদেশের কারাগারে পচে মরছেন। জাহালমের ক্ষতিপূরণ কমপক্ষে ১০ কোটি টাকা হওয়া উচিত। জাহালম দিনের পর দিন শুধু কারাগারে কেঁদেছেন। পরিবার থেকে তাঁকে বিচ্ছিন্ন রাখা হয়। চাকরি থেকে বিযুক্ত রাখা হয়।
নরসিংদীর ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলের শ্রমিক জাহালমকে সোনালী ব্যাংকের প্রায় ১৮ কোটি টাকা জালিয়াতির মামলায় দুদক ভুল করে নোটিশ দেয়। আসলে এ ঘটনায় প্রকৃত অপরাধী ছিল জনৈক আবু সালেক। এই ভুল গ্রেফতারি পরোয়ানার কারণে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোড়াশাল থেকে গ্রেফতার করা হয় জাহালমকে। দীর্ঘ কারাভোগের পর ৩ ফেব্রুয়ারি রাতে কাশিমবাজার কারাগার থেকে মুক্তি পান নির্দোষ জাহালম।