জামায়াত নিয়ন্ত্রণে সরকারকে কংগ্রেসের আহ্বান

লোগো মার্কিন কংগ্রেস ও জামায়াতে ইসলাম

ছবি : সংগৃহীত

জাতীয়

জামায়াত নিয়ন্ত্রণে সরকারকে কংগ্রেসের আহ্বান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ মার্চ, ২০১৯

দক্ষিণ এশিয়ার গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ধর্মীয় স্বাধীনতা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জামায়াত নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন হয়েছে। পাশাপাশি বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলোকে জামায়াতসহ উগ্র রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়।

দক্ষিণ এশিয়ার এসব আঞ্চলিক সমস্যার বিষয় নিয়ে ২৮ ফেব্রুয়ারি একটি রেজুলেশন তৈরি করে কংগ্রেস। এতে বাংলাদেশ বিষয় নিয়ে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করে। দেশটিতে ১৬ কোটি ৩০ লাখ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করছে।

২৮ ফেব্রুয়ারি মার্কিন কংগ্রেসের সদস্য জিম ব্যাংকস এ প্রস্তাব উত্থাপন করেন। তাতে, জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। আল কায়েদা ও তালেবানের সঙ্গে জামায়াত ইসলামীর সদস্যদের যোগাযোগ রয়েছে এমনটাও উল্লেখ করা হয় প্রস্তাবে।

এসময়, পাকিস্তানেও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় দেশটিতে জামায়াত নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কথা বলা হয়েছে। একইসাথে তাদের দক্ষিণ এশিয়ার ধর্মনিরেপক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেন জিম ব্যাংকস৷

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads