এ সময়ের সমাদৃত গীতিকবি জামাল হোসেনের লেখা নতুন সাতটি গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এসআই টুটুল, মুহিন খান, অপু আমান ও সানজিদা মাহমুদ নন্দিতা। জামাল হোসেনের লেখা এস আই টুটুলের গাওয়া গান দুটি হচ্ছে ‘পোড়া চোখ’ ও ‘হারিয়েছি আমি’। ‘পোড়া চোখ’ গানটির সুর করেছেন অভি আকাশ এবং সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ‘হারিয়েছি আমি’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। অন্যদিকে জামাল হোসেনের লেখা তিনটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন মুহিন খান। গান তিনটি হচ্ছে ‘মা’, ‘ভোরের বেলায়’ ও ‘মরে যাবো রে’।
তিনটি গানেরই সুর সংগীত করেছেন মুহিন খান নিজেই। আবার জামাল হোসেনের কথায় মুহিনের সুরে ‘চাঁদ উঠেছে’ গানে কণ্ঠ দিয়েছেন অপু আমান এবং জামাল হোসেনের কথায় হূদয় হাসিনের সুর সংগীতে নন্দিতা গেয়েছেন ‘তুমি যখন থাকবে বন্ধু’। এরই মধ্যে সাতটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। ‘রঙ্গন মিউজিকে’রই তত্ত্বাবধানে গানগুলোর ভিডিও নির্মাণ করা হয়েছে। একে একে শিগগিরই নতুন বছরে ‘রঙ্গন মিউজিকে’র ইউটিউব চ্যানেলে গানগুলো প্রকাশ পাবে।
এস আই টুটুল বলেন,‘ জামাল ভাইয়ের কথা এর আগে বেশ কয়েকবার শুনেছি আমি যে তার লেখা গানে আমাদের দেশের প্রথিতযশা কণ্ঠশিল্পীরাও কণ্ঠ দিয়েছেন। হাদী ভাই, সুবীর দা, কুমার শানু’সহ আরো অনেকেই। যে কারণে তার দুটি গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব যখন এলো, তখন নিঃসন্দেহে গানগুলো গাইতে আগ্রহ প্রকাশ করি এবং গান দুটির গীতিকবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পোড়া চোখ বা হারিয়েছি আমি দুটি গানের কথা আমার মন ছুঁয়ে গেছে। দুটি গানেরই সুর ভীষণ মিষ্টি। আমার খুব ভালো লেগেছে গান দুটি গাইতে। আমার বিশ্বাস গানগুলো প্রকাশ হলে শ্রোতা দর্শকেরও অবশ্যই ভালো লাগবে।’
সংগীতশিল্পী মুহিন খান বলেন, ‘রঙ্গন মিউজিকের যাত্রা লগ্নের অনেক আগে থেকেই আমি শ্রদ্ধেয় জামাল ভাইয়ের লেখা গান নিয়ে সুর সংগীতের কাজ করে যাচ্ছি। আমার কাজে আস্থা রেখে আমাকে বিশ্বাস করে তিনি যে কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছেন তাতে আমি পূর্ণ মনোযোগ দিয়েই কাজগুলো করার চেষ্টা করছি। শ্রোতা দর্শকের কাছ থেকে গানগুলোর সাড়া পাচ্ছি। নতুন গানগুলো নিয়েও আমি আশাবাদী।’
অপু আমান বলেন, ‘আমার এবারের গানটি নিয়ে আমি একটু বেশিই আশাবাদী। কারণ গানের কথা আমার কাছে যেমন ভালো লেগেছে গানটির সুরও অসাধারণ হয়েছে।’
নন্দিতা বলেন, ‘কিছুদিন আগেই রঙ্গন মিউজিক’-এ আমার গাঙচিল গানটি প্রকাশিত হয়েছে। এবারের গানটি আরো বেশি ভালো হয়েছে। তাই এই গানটি নিয়ে আশাবাদ একটু বেশি। ধন্যবাদ জামাল ভাইকে।’





