ক্যাম্পাস

জাবিতে ৬ দিন ব্যাপী নাট্য উৎসব শুরু

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মার্চ, ২০২২

"বিভূতির অবশেষ থেকে হোক নব উন্মেষ” স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর থিয়েটার( অডিটোরিয়াম) আয়োজন করতে যাচ্ছে ৬ দিন ব্যাপী  ‘নাট্য উৎসব-২০২২’। নাট্য উৎসবটি  আগামী ৬ মার্চ  থেকে শুরু হয়ে চলবে ১১ মার্চ পর্যন্ত। 

সোমবার (২৮ ফেব্রুয়ারী) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংস্কৃতিক রাজধানী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হিসেবে আমরা জাহাঙ্গীরনগর থিয়েটার নাট্যচর্চা করে যাচ্ছি। করোনা মহামারির প্রকোপের পর প্রতিবারের ন্যায় এবারও এবারও আমরা ৬ দিন ব্যাপী নাট্য উৎসব আয়োজন করতে যাচ্ছি। '

এবারের এ উৎসবে  অংশ নিচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ (জাবি), আরণ্যক নাট্যদল ও  প্রাচ্যনাট। ৬ দিনব্যাপী উৎসবের বিভিন্ন দিনে থাকছে- কবর  (৬ মার্চ), জল পলকের গান ( ৭ মার্চ),  বিচারপতি ঘুমিয়ে গেছেন ( ৮ মার্চ),  সার্কাস সার্কাস (৯ মার্চ ), মধ্য রাতের কবিতা ও গান  (১০ মার্চ) এবং ১১ মার্চ সংগঠনটির পূণর্মিলনী অনুষ্ঠিত হবে । 

উল্লেখ্য,প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের  সেলিম আল দীন  মুক্তমঞ্চে আয়োজিত  এ উৎসবের অনুষ্ঠান শুরু হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads