স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘৫০ বছরে বাংলাদেশঃ আকাঙ্ক্ষা, অর্জন ও প্রতিবন্ধকতা’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ।
আগামী ১৯ ও ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতার ৫০ বছরে এসে সকল নাগরিকের এটা পর্যালোচনা করা দরকার যে আমাদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও অর্জন কতটুকু। পাশাপাশি আমাদের প্রতিবন্ধকতাগুলো কী কী। মোট ১০টি অধিবেশন অনুষ্ঠিত হবে। আলোচ্য বিষয়গুলোকে সবার কাছে পৌঁছাতে গ্রন্থ আকারে প্রকাশ করা হবে। এর মাধ্যমে বর্তমান প্রজন্ম ৫০ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি সম্পর্কে জানবে।’
দুদিনব্যাপী এ সম্মেলনে দেশের শিক্ষাবিদ, অর্থনীতিবিদদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের গবেষকগণ তাদের নিবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যুক্ত থাকবেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, জাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল বায়েস, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানসহ অন্যরা।