জাপার চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা রাঙ্গার

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা

সংরক্ষিত ছবি

রাজনীতি

জাপার চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা রাঙ্গার

এইচএম এরশাদের সই করা চিঠি গতকাল ইসিতে দেওয়া হয়েছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৬ ডিসেম্বর, ২০১৮

জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গত সোমবার এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে নতুন মহাসচিব ঘোষণার পর দলীয় প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন নিয়ে জটিলতা তৈরির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। গতকাল বুধবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, আমাকে দলীয় চূড়ান্ত মনোনয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ সংক্রান্ত চিঠি ইসিতে পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার কথা স্বীকার করে ইসির উপসচিব আবদুল হালিম খান বলেন, এর ফলে আগের মহাসচিবের চূড়ান্ত মনোনয়নের ক্ষমতা আর থাকছে না। তিনি বলেন, রাঙ্গাকে ক্ষমতা দিয়ে নতুন চিঠিটি কমিশনের বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে। যথাসময়ে রিটার্নিং কর্মকর্তাদের তা জানানো হবে।

একাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী কে হবেন, তার সিদ্ধান্ত জানানোর এখতিয়ার কাগজে-কলমে রুহুল আমিন হাওলাদারের ওপরই ছিল। এর আগে গত ২৬ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান ইসিকে লেখা চিঠিতে জানিয়েছিলেন, দলীয় মনোনয়ন ও প্রতীক বরাদ্দের বিষয়ে মহাসচিব (তৎকালীন) এবিএম রুহুল আমিন হাওলাদার তার দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। এরপর ২৮ নভেম্বর পর্যন্ত এবিএম রুহুল আমিন হাওলাদারের প্রত্যয়নেই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন লাঙ্গলের ২৩৩ জন প্রার্থী। এর মধ্যে ১৫৫ জন ইসির বাছাইয়ে উত্তীর্ণ হন। বিভিন্ন আসনে একাধিক প্রার্থী এবং আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হওয়ার পর জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী কে থাকছেন, সে বিষয়টি সাবেক মহাসচিবকে জানানোর কথা ছিল। কিন্তু এর মধ্যেই মনোনয়নবাণিজ্যের অভিযোগ ওঠায় রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙ্গাকে ওই পদে বসান এরশাদ। আকস্মিক এই পরিবর্তনের পর প্রশ্ন ওঠে, ৯ ডিসেম্বরের আগে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন কে দেবেন। সেই প্রশ্নের সুরাহা করতেই গতকাল ইসিতে ‘ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি’ বদলের চিঠি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads