টেকনাফ স্থল বন্দর থেকে গত জানুয়ারি মাসে ১৪ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্যের আওতায় এ পরিমান রাজস্ব আদায় হয়। যা মাসিক টার্গেটের চেয়ে ৫ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানুয়ারি মাসে টেকনাফ স্থল বন্দরে ১৬ কোটি ৭৫ লাখ টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
টেকনাফ শুল্ক বিভাগ সুত্রে জানা গেছে, গেল জানুয়ারি মাসে ৫২৬ টি বিল অব ইমপোর্ট এর বিপরীতে ৯৭ কোটি ১ লাখ টাকার পণ্য আমদানী বাবদ ২২ কোটি ১০ লাখ ৮৫ হাজার রাজস্ব আদায় হয়। অপর দিকে ৬৯ টি বিল অব এক্সপোর্ট বাবদ ২ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৬৮৩ টাকার পণ্য রপ্তানী হয়। এ ছাড়া শাহপরীর দ্বীপ গবাদিপশুর পশুর করিডোর দিয়ে ৩ হাজার ৩৯১ গরু ও ৪৪০ মহিষ আমদানীর ক্ষতিপূরণ বাবদ ১৯ লাখ সাড়ে ১৫ হাজার টাকা আদায় হয়।
টেকনাফ স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা শংকর কুমার দাস জানান, টেকনাফ-মংডু সীমান্ত বানিজ্যের আওতায় ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য চলমান রেখেছে। এর ফলে এ পরিমান রাজস্ব আদায় সম্ভব হয়েছে।