আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রমে দলীয় পার্লামেন্টারী বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ।
১১ সদস্য বিশিষ্ট এই বোর্ডে গঠনতন্ত্র অনুসারে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বোর্ডের চেয়ারম্যান এবং মহাসচিব বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
জাতীয় পার্টির পার্লামেন্টারী বোর্ডের অন্য সদস্যরা হলেন- পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, আলহাজ্ব আতিকুর রহমান ও মুজিবুর রহমান সেন্টু।