জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি

ছবি : সংগৃহীত

জাতীয়

জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে রাতেই এ চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বাড়ির কেয়ারটেকার ও নিরাপত্তা কর্মী কার্যালয়ের ভেতরের দরজা ও সিন্দুক ভাঙা দেখে দলের সিনিয়র নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরে বনানী থানা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে অনুসন্ধান শুরু করে। 

চুরির সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান খন্দকার দেলোয়ার জালালি।

তিনি জানান, কার্যালয়ের লকারে কর্মচারীদের মাসিক বেতন ও অন্যান্য খরচ বাবদ ৪৩ লাখ টাকা রাখা ছিলো। কার্যালয়ে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এর আগে স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় সাধারণ ডায়েরি করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads