জাতীয় ঐক্যের বৈঠকে অভিন্ন দাবি ও লক্ষ্য নির্ধারণ করে আন্দোলনের খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপির সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর ঐক্য’ রূপরেখা ঘোষণা করা হবে আগামীকাল শনিবার ।
আজ শুক্রবার সন্ধ্যায় যুক্তফ্রন্টের অন্যতম নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় মাহমুদুর রহমান মান্না অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা জানান।
বিকেল সাড়ে ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে বসেন বিএনপিসহ জাতীয় ঐক্যের নেতাকর্মীরা।
এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।
এছাড়া বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত ছিলেন।
নাগরিক ঐক্যর আহ্বায়ক বলেন, ‘আজকের বৈঠকে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার রূপরেখার প্রাথমিক খসড়া চূড়ান্ত হয়েছে। আগামীকাল ঘোষণা করা হবে। আমরা একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। সেই লক্ষ্য অর্জনে কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি।’
তবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘আমাদের আরেকটু হোমওয়ার্ক বাকি আছে। শনিবার আরেক দফা বৈঠকে বসব। বাকি কাজ সেখানে সম্পন্ন হবে। আশা করছি, পরশুদিন রোববার প্রেস কনফারেন্সের মাধ্যমে বৃহত্তর ঐক্য’র রূপরেখা ঘোষণা করা হবে।’
বৈঠকে বৃহত্তর ঐক্য’র কর্মসূচি, নাম, লক্ষ্য ও ঘোষণার খসড়া চূড়ান্ত হয়। বৈঠকের আগে সুব্রত চৌধুরী বলেন, ‘আজকের বৈঠক মূলত বিগত বৈঠকের ফলোআপ। খুব শিগগরিই জোটের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বৈঠক হবে। সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।
এদিকে বৈঠক চলাকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আ স ম আব্দুর রবের বাসার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা বিএনপিকে সন্ত্রাসী দল ও তারেক রহমানকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন এবং বিএনপির সঙ্গে বৃহত্তর জাতীয় ঐক্য করায় বি চৌধুরী, ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে স্লোগান দেন।