জাতীয় উদ্যানে অবমুক্ত বিলুপ্তপ্রায় ৯ গুইসাপ

গাজীপুর ভাওয়ালে অবমুক্ত হলো বিলুপ্তপ্রায় কালগুই

সংগৃহীত ছবি

জীব ও পরিবেশ

জাতীয় উদ্যানে অবমুক্ত বিলুপ্তপ্রায় ৯ গুইসাপ

লাউয়াছড়ায় উড়ন্ত কাঠবিড়ালি ও অজগর

  • প্রকাশিত ৭ ডিসেম্বর, ২০১৮

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত নয়টি কালো গুইসাপ অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, গত বুধবার বিকালে বনকর্মীরা এগুলো অবমুক্ত করেন। এর আগে নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকার একটি জলাশয় থেকে সরীসৃপ এ প্রাণীগুলো উদ্ধার করা হয়।

এ ছাড়া মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্কে গত বুধবার রাত ৮টায় একটি উড়ন্ত কাঠবিড়ালি ও একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। পরিদর্শক নিগার সুলতানা বলেন, নারায়ণগঞ্জের নবীগঞ্জ জলাশয়টি ভরাট হয়ে যাওয়ায় গুইসাপগুলো ঝুঁকিতে পড়ে। এলাকাবাসীর নির্দয় পিটুনিতে মারাও গেছে কয়েকটি। এ তথ্য পেয়ে বাংলাদেশ বন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে পুনর্বাসনের উদ্যোগ নেন। দুদিন ধরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকনের তত্ত্বাবধানে ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় বন্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আস সাদিকসহ বন কর্মকর্তারা গিয়ে নয়টি গুইসাপ উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে পুনর্বাসিত করেন।

অন্যদিকে, শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, গত বুধবার সন্ধ্যায় সাতগাঁও চা বাগানে অবস্থিত চা-কন্যার ভাস্কর্যের পাশে স্থানীয়রা একটি উড়ন্ত কাঠবিড়ালি পড়ে থাকতে দেখে এটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবাকেন্দ্রে খবর দিলে সেবাশ্রমের পরিচালক সজল দেব ঘটনাস্থল থেকে এটিকে উদ্ধার করেন। এ ছাড়া একই দিন দুপুরে উপজেলার নারায়ণছড়া চা-বাগানে স্থানীয় শ্রমিকদের হাতে একটি অজগর সাপ ধরা পড়ে। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করেন। পরে রাত ৮টায় কাঠবিড়ালি ও অজগর সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads