জাকসুর দাবিতে সিনেট ভবনের সামনের ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সে কারণে বিলম্বে শুরু হয়েছে ৩৮তম বার্ষিক সিনেট অধিবেশন।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৪টায় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা পিছিয়ে বিকাল ৫টায় শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটের ওপর আলোচনা ও বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
ছাত্র প্রতিনিধি ছাড়া সিনেট অধিবেশন প্রত্যাহার করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিকাল ৩টায় রেজিস্টার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পরে উপাচার্য এসে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন।
বিকেল ৫টায় সিনেট অধিবেশনের শুরুতেই এক ঘণ্টা বিলম্বিত হওয়ার কারণে উপস্থিত সকলের কাছে দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
সিনেট হলে উপস্থিত হয়ে তিনি বলেন, দীর্ঘক্ষণ ছাত্রদের সাথে জাকসু নিয়ে বৈঠক করে অধিবেশনে আসতে হয়েছে। তাদের কিছু দাবি দাওয়া ছিলো, সেগুলো আমার কাছে উপস্থাপন করেছে। আমি তাদেরকে শিগগিরই জাকসু নির্বাচনের অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছি।





