জলবায়ু পরিবর্তনে হেরে যাচ্ছে বিশ্ব : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

সংরক্ষিত ছবি

বিদেশ

জলবায়ু পরিবর্তনে হেরে যাচ্ছে বিশ্ব : জাতিসংঘ মহাসচিব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ জানুয়ারি, ২০১৯

জলবায়ু পরিবর্তনের কুফল সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে হেরে যাচ্ছে বিশ্ব। এ জন্য তিনি জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তির চেয়েও জোরালো পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন হলো আমাদের সময়কে কীভাবে সংজ্ঞায়িত করা হবে সেই ইস্যু। আমরা লড়াইয়ে হেরে যাচ্ছি। আমাদের প্রধান বিষয় হতে হবে এই প্রবণতার মোড় ঘুরিয়ে দেওয়া। বিশ্ববাসী এ সমস্যার সমাধান করতে পারবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তা সত্ত্বেও গুতেরেস বলেন, আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত জলবায়ু পরিবর্তন ইস্যু। এ জন্য আমাদের রাজনৈতিক ইচ্ছা থাকতে হবে। আমাদের প্রয়োজন হবে এমন সব সরকার, যারা বুঝতে পারবে এটাই হলো আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

উল্লেখ্য, জলবায়ুবিষয়ক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই রকম হুমকি দিয়েছেন ব্রাজিলে নির্বাচিত নতুন উগ্র ডানপন্থি নেতা জায়ের বোলসোনারো।

এ ছাড়া প্যারিসে সম্পাদিত জলবায়ু চুক্তিতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, আমাদের আরো শক্তিশালী প্রতিশ্রুতি দিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আরো বেশি পদক্ষেপ নিতে হবে। এর সঙ্গে মানিয়ে নিতে আরো ব্যবস্থা নিতে হবে। আর দরিদ্র দেশগুলোকে দিতে হবে আর্থিক সহায়তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads