জলবায়ুবান্ধব টেকসই উন্নয়ন জরুরি

সংগৃহীত ছবি

মুক্তমত

জলবায়ুবান্ধব টেকসই উন্নয়ন জরুরি

  • প্রকাশিত ২৫ মে, ২০২১

ফুয়াদ হাসান

কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের দৈনন্দিন সাধারণ জীবনপ্রণালি খুব অনাড়ম্বর ও দরিদ্র অবস্থা থেকে আধুনিক ও সচ্ছল হওয়াকে উন্নয়ন বলা চলে। বাস্তবিকভাবে উন্নয়নের ধারণটি ব্যাপক ও চলমান।  জীবনের সর্বস্তরে এর ব্যাখ্য খুঁজে পাওয়া যায়। তবে উন্নয়নের চোরাবালিতে হারিয়ে গিয়ে আজ আমরা শুধু জমকালো জীবন আর বিলাসিতাকে স্থান দিয়েছি, যা নিতান্তই উন্নয়ন ধারণার সাথে যায় না। কারণ মানুষের জীবনপ্রণালির আমূল পরিবর্তন করতে যদি পরিবেশের মারাত্মক ক্ষতি হয় তবে সেটা আর উন্নয়ন থাকে না। তখন সেটা উন্নয়নের নামে ধ্বংসের দিকে ঢেলে দেয়।

টেকসই উন্নয়ন হলো বর্তমানে প্রকৃতি বা মানবসৃষ্ট বিভিন্ন উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে বর্তমানকে সুন্দর করা এবং ভবিষ্যতের জন্য ওই উপাদানগুলো অক্ষুণ্ন রাখা। কিন্তু বর্তমান পৃথিবীর অধিকাংশ উন্নয়ন টেকসই না। আমরা নির্বিচারে প্রকৃতি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে স্বাচ্ছন্দ্যে জীবন উপভোগ করছি, যা ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকির কারণ। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরুন, কৃষি জমির মাঝে প্লাস্টিকের একটি কারখানা স্থাপন করা হলো এবং খসড়া হিসাব করা হলো এই কারখানার কারণে যেটুকু আবাদি জমি নষ্ট হলো তার থেকে চারগুণ বেশি উৎপাদন করা সম্ভব। ওপরি ভাবনায় এটি সত্যিই ব্যাপক লাভজনক ও উন্নতর জীবনের সহায়ক। ভাবা দরকার, দুবছর পর ওই কারখানার বর্জ্য, বিষাক্ত ধোঁয়া যা পরিবেশের সাথে মিশে কৃষি উৎপাদনকে ব্যাহত করবে এবং সেটা বিশাল এলাকাজুড়ে যে ক্ষতি সাধন করবে তা ওই চারগুণ উৎপাদনের থেকে বারোগুণ বেশি ক্ষতিকর। আসলে আমরা তাৎক্ষণিকভাবে ভেবে উন্নয়ন খুঁজে পেলেও দীর্ঘ সময়ে সেটি আমাদের গলার কাঁটা। আমি বলছি না কারখানার প্রয়োজন নেই, অবশ্যই আছে। তবে সেটা হতে হবে জলবায়ু বা পরিবেশবান্ধব, যাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।

বর্তমান পৃথিবীতে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো জলবায়ু পরিবর্তন। বিশ্বে মানুষের  উন্নত আর আধুনিক জীবন আকাঙ্ক্ষা পূরণের দরুন প্রতিনিয়ত পৃথিবীপৃষ্ঠের নির্মল প্রকৃতির ওপর নির্বিচার অত্যাচার চলছে। ফল হিসেবে পৃথিবী উষ্ণতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির কারণ। পৃথিবী উষালগ্নে যখন মানুষ প্রকৃতি নির্ভরশীল ছিল তখনো আমরা প্রকৃতির ক্ষতি করতে অভ্যস্ত হয়ে উঠিনি। কালক্রমে গুহাবাসী মানুষ আগুন আবিষ্কার করতে শিখল আর শুরু হয়ে গেল পরিবেশের সাথে অনাচার। মানুষ জীবনের চাহিদা ও বন্যপ্রাণীর ভয়ে আগুন জ্বালিয়ে রাখত, ফলে বনজঙ্গলের জীববৈচিত্র্য ধ্বংস হতো আর কার্বণ নিঃসরণ হতো। সেই যে শুরু হয়েছে প্রকৃতির ওপর অত্যাচার তা আর সমাপ্ত হয়নি। মানুষের নিষ্ঠুর আচরণে প্রতিনিয়ত প্রকৃতি হারিয়ে চলেছে নিজেদের স্বকীয়তা, যা মানব সভ্যতার জন্য হুমকির কারণ। আধুনিক সময়ে মানুষ প্রকৃতির ক্ষতি সাধন বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তবে এ ক্ষেত্রে অভিনব সব কায়দার উদ্ভব হয়েছে। সমুদ্রের নীল তিমি থেকে ডাঙার শকুন সবই আজ বিলুপ্তির পথে মানুষের অমানবিক কাজের দরুন। উন্নয়নের নামে কীভাবে জলবায়ু বা পরিবেশের মারাত্মক ক্ষতি করা হচ্ছে তা একটু তুলে ধরলাম। আধুনিক যুগ তথ্যপ্রযুক্তির যুগ। মাত্র কয়েক দশকে তথ্যপ্রযুক্তির এত উন্নয়ন সাধন হয়েছে যা কল্পনার বাইরে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সব কাজে এবং  স্থল, জল, আকাশ বা মহাবিশ্বের পরতে পরতে আজ প্রযুক্তির জয়জয়কার। এটি মানব জীবনের জন্য সত্যিই আনন্দের। প্রযুক্তি মানুষের প্রতিটি কর্ম ও জীবন সংগ্রামকে করেছে সহজ সরল, আধুনিক ও উপভোগ্য। তবে প্রযুক্তি নামক মুদ্রার উল্টো পিটেই রয়েছে অকল্যাণ। প্রযুক্তির এই জয়যাত্রার সাথে তাল মিলিয়ে বেড়েছে ই-বর্জ্য যা প্রকৃতির মারাত্মক ক্ষতি করছে। এই জায়গাতেও আমরা টেকসই উন্নয়ন করতে ব্যর্থ হয়েছি। হাজার হাজার টন ই-বর্জ্য বর্তমান ও ভবিষ্যতে জীববৈচিত্র্য আর জলবায়ুর বড় শত্রু। বাষ্পীয় ইঞ্জিন থেকে আধুনিক তড়িৎপ্রযুক্তি, শিল্প থেকে কৃষি সর্বত্রই আজ পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এর ফলভোগ কছে পৃথিবীপৃষ্ঠের মানুষ ও জীবকুল। শিল্পের এই যুগে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র শিল্পকারখানা গড়ে উঠছে। যেগুলোর প্রধান উদ্দেশ্য ওপরে বর্ণিত সাময়িক অধিক মুনাফা। দীর্ঘমেয়াদে বড় ক্ষতির কথা তারা কেউই মনে রাখে না। এসব শিল্পের অধিকাংশের ক্ষেত্রেই উপেক্ষিত জলবায়ুসহিষ্ণু নীতিমালা। ফলে একদিকে শ্রমিকের মারাত্মক দৈহিক ক্ষতি করছে, অন্যদিকে বিষাক্ত বর্জ্য আর কালো ধোঁয়া পরিবেশের ক্ষতি করছে। উদাহরণ হিসেবে ঢাকা শহরের কথায় বলা যায়। একসময় বিশ্বের বড় বড় সুলতান ও রাজা ঢাকার সৌন্দর্য আর বুড়িগঙ্গার চলপথের প্রশংসায় মঞ্চমুখ ছিলেন। কালের বিবর্তন আজকের সেই ঢাকায় পৃথিবীর সেরা দূষিত নগরীতে রূপ নিয়েছে। বুড়িগঙ্গার কথা আর কি বলব, নগরায়ণের বিষের বাণে বুড়িগঙ্গা আজ মৃত্যুপ্রায়। কোনোরকমে অস্তিত্ব নিয়ে টিকে থাকলেও তা আজ জনজীবন ও জীববৈচিত্র্যবান্ধব নয়। এই করুণ অবস্থার প্রধান কারণ টেকসই উন্নয়নের অভাব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের অর্থনীতি কৃষিনির্ভর, যদিও বর্তমানে কৃষির গুরুত্ব সামান্য কমেছে। তারপরও আমদানিনির্ভর শিল্পায়নের এই দেশের শিল্পের কাঁচামালের প্রধান উৎস কৃষি। কিন্তু জলবায়ুর পরিবর্তনের নীতিবাচক প্রভাব থেকে মুক্ত নয় এই সবুজ খাতও। জলবায়ুর পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কৃষি উৎপাদনের জন্য কৃষকের প্রধান আস্থা এখন রাসায়নিক সার আর কীটনাশক, যা প্রকৃতি ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে। মানুষের উচ্চ আকাঙ্ক্ষা আর আধুনিক জীবনের খোরাক মেটাতে প্রকৃতির সাথে প্রতিনিয়ত করা অন্যায় ও অত্যাচারের করুণ ফল জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি বা হুমকির সৃষ্টি হচ্ছে তার প্রধান ভিকটিম আমাদের প্রাণের জন্মভূমি। প্রতিনিয়ত বন্য, জলোচ্ছ্বাস, টর্নেডো, অতিবৃষ্টি, অনাবৃষ্টি তার বহিঃপ্রকাশ। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের জীববৈচিত্র্য, কৃষি উৎপাদনের ব্যাপক ক্ষতি সাধন করছে। ফলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। করোনা মহামারীর ফলে পুরো পৃথিবী আজ স্থবির। স্বজন হারানোর হাহাকার, ক্ষুধা আর কান্নায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে নতুন নতুন শঙ্কা আর সংকট। অক্সিজেন সংকট যার মধ্যে অন্যতম। করোনার ভয়াবহতার ফলে এই সংকট যেন চরম থেকে চরম হয়ে উঠেছে। প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালেই বিষয়টি আঁচ করা যায় খুব সহজে। করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অক্সিজেন আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। করোনায় কৃত্রিম অক্সিজেনের সংকটে কেমন করুণ অবস্থার সৃষ্টি হয়। ভেবে দেখুন, প্রকৃতি যদি আমাদের সাথে নির্বিচার আচরণ শুরু করে তাহলে আমাদের কী হবে? কিন্তু এভাবে না ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের খেয়ালখুশিমতো প্রকৃতির সাথে দুর্ব্যবহার করছি। এমতাবস্থায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন ও জলবায়ুবান্ধব অর্থনৈতিক উন্নয়নে দিকে নজর দিতে হবে। মুনাফাখোরি চিন্তাভাবনা থেকে সরে এসে পরিবেশবান্ধব দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের চিন্তা করতে হবে। কৃষি শিল্প সবক্ষেত্রে পরিবেশে ক্ষতি করে এমন মনোভাব ও নীতি থেকে সরে আসতে হবে। কীটনাশক ব্যবহার হ্রাস করে জৈবিক কৃষি উৎপাদনে নজর দিতে হবে। জলবায়ুবান্ধব প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমাতে হবে। জলবায়ু সংকট মোকাবিলা ও সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বের ১৮৯টি দেশ বৈশ্বিক জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে সমর্থন করে। কিন্তু দুঃখের বিষয়, সাম্রাজ্যবাদী মনোভাব, পৃথিবীর মোড়লদের অনীহা আর অবহেলার দরুন বরাবরই অবহেলিত হয়ে আসছে চুক্তিটি। তবে অতিসম্প্রতি মার্কিন মুলুকের প্রেসিডেন্ট জো বাইডানের সহযোগী মনোভাবে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে বৈশ্বিক জলবায়ু ইস্যুতে। ‘লিডারস সামিট অন ক্লাইমেট’ শীর্ষক এক ভার্চুয়াল সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের রাষ্ট্রনায়কদের জলবায়ুবান্ধব বিভিন্ন পদক্ষেপ, নির্গমনের হার বহুগুণে হ্রাস করা প্রভৃতি আলোচিত হয়। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, চীনের মতো বিশ্ব মোড়লরাও কার্বণ নিঃসরণের হার কমানোর আশ্বাস দেন। তাদের আশ্বাসগুলো বাস্তবে রূপ লাভ করুক-এমনই প্রত্যাশা আমাদের।

লেখক : শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads