করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই তার বিরুদ্ধে মামলা, এমনকি গ্রেপ্তারও করা হতে পারে বলে হুঁশিয়ার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।
আজ বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ঢাকার পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে প্রথম দিনে ৫০০০ মামলা ও গ্রেপ্তার করতে হচ্ছে, আমরা তাও করব।
তিনি বলেন, “কেউ বিধি-নিষেধ ভঙ্গ করলে দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় কোনো ব্যক্তিগত যানবাহনও চলবে না। শুধু রিকশা চলতে পারবে।”
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকার ঘোষিত জরুরি সেবার যানবাহনও বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
চিকিৎসা এবং ব্যাংকিংয়ের মতো সেবায় যারা জড়িত তাদের সরকারি যানবাহন থাকলে সেটি তারা ব্যবহার করতে পারবেন, না থাকলে ব্যক্তিগত যানবাহন ব্যবহার করবেন। প্রয়োজনে পরিচয়পত্র প্রদর্শন করবেন।
নির্দেশনায় শিল্প কারখানা খোলা রাখার কথা বলা হয়েছে উল্লেখ করে কারখানার কর্মীরা কিভাবে যাতায়াত করবেন জানতে চাইলে কমিশনার বলেন, প্রয়োজনে শিল্প মালিকরাও রিকশা ব্যবহার করবেন।