সিরাজগঞ্জেরর সলঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রায় দেড় শতাধিক বাঁশ কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত বুধবার সলঙ্গায় থানার তেলকুপি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গ্রাম প্রধানদের কাছে বার বার অভিযোগ করেও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কোন ফল পায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের সলঙ্গা থানার তেলকুপি মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে সোবাহান মন্ডলের সাথে দীর্ঘদিন যাবৎ আবু মুসার ছেলে রফিকুল ইসলামগং এর সাথে বিরোধ চলে আসছিল। একাধিক বার বিচার সালিশ করেও ফলাফল পায়নি।
এ অবস্থায় গত বুধবার মৃত মৃত মুসা ছেলে রফিকুল ইসলাম,নরুল ইসলাম, গোলাম মোস্তফাসহ ১০-১২ জন লোক মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে সোবাহান আলীর বাড়ির পাশে বাঁশঝাড় থেকে প্রায় দেড় শতাধিক বাঁশ কেটে নিয়ে যায়। এ সময় সোবাহান আলীর ছেলের পরিবারের লোকজন বাধা দিলেও তাদেরকে ভয় ও গালিগালাজ করে তাড়িয়ে দেয়।
পরে স্থানীয় ভাবে এ ঘটনার গ্রাম মাতব্বরদের কাছে বিচারেরর কথা বললেও তারা কালক্ষেপন করছে।
এ বিষয়ে সোবাহান আলী বলেন, আমার বাবা ও দাদার জমি আমার ভোগ দখল করে আসছি। কিন্তু কিছু দিন যাবৎ মৃত মৃত মুসা ছেলে রফিকুল ইসলাম,নরুল ইসলাম, গোলাম মোস্তফা গং তারা আমাদের বাড়ির রাস্তা বন্ধ করে দেয়। পরে স্থানীয় মাতব্বর সালিশী বৈঠক করে সমাধান করে দেয়। পরে তারা আমাদের বাশঁ বাগান থেকে প্রায় দেড় শতাধিক বাঁশ জোর পূর্বক কেটে নেয়। আমরা বাধা দিলে আমাদের মারপিট করে মেরে ফেলার হুমকি দেয়। গ্রাম্য মাতব্বরদের কাছে বলেছি কিন্তু এখন পর্যন্ত কোন বিচার পাইনি।
এ ব্যাপারে অভিযুক্ত নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আমাদের জমি থেকে বাঁশ কেটেছি। এতে অভিযোগ করার কি আছে।’
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।