যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের ফরিদা পারভীন ,পাঁচ বছরের বেশি সময় ধরে মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে একটি রুপার নৌকা বানিয়েছেন সেই নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে চান। ফরিদার নৌকার কথা এখন এলাকার সাধারণ মানুষের মুখে মুখে।
ফরিদা বলেন, ‘বঙ্গবন্ধুরে ভালোবাসি। প্রধানমন্ত্রীরে ভালোবাসি। আমি বঙ্গবন্ধুকে মনেপ্রাণে ধারণ কইরা তাঁর মেয়েরে একটা নৌকা উপহার দেব।এটার আমার জীবনের শেষ ইচ্ছা। প্রধানমন্ত্রী আমার কাম দেখে খুশি হইব,তাতেই আমি খুশি।’
শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা ফরিদা পারভীন। নকশীকাঁথা শেলাই এর কাজ করেন ফরিদা।বৃদ্ধা মা রাসিদা খাতুন(৭৮) ও এক মেয়ে আলেয়া খাতুনকে নিয়ে ফরিদার সংসার। স্বামী আনিছুর রহমান দ্বিতীয় বিয়ে করে সেখানে থাকছেন।
নারিকেলবাড়িয়া ও শিকারপুর গ্রামের সীমানা নির্ধারণী বেত্রবতী নদীর পাড়ে শিকারপুর অংশে খাস জমিতে একটি ঘর বেঁধে বসবাস করছে ফরিদা। নিজের সহায় সম্পদ বলতে এটুকুই।
স্থানীয় আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, পাঁচ বছর ধরে জমানো টাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক একটা রুপার নৌকা বানান ফরিদা। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি এই উপহারটি দিতে চান।
উপজেলা কৃষকলীগের সহসভাপতি ও স্থানীয় লক্ষনপুর ইউপি মেম্বর আলতাফ হোসেন বলেন, ‘সহায় সম্বলহীন ফরিদা তার সংসার চালানোর পর থাকা অবশিষ্ট টাকা জমিয়ে জননেত্রী শেখ হাসিনার জন্য এই নৌকা তৈরি করেছে।এই নৌকাটি নেত্রী গ্রহন করলেই সে মহাখুশি। আমরা এলাকাবাসীও চাই নেত্রী নৌকাটি গ্রহন করবেন।’