জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাভার জেলা ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠিত হয়েছে। এতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো মহসিন মিয়াকে সভাপতি এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
সাভার জেলা ছাত্র কল্যাণ পরিষদের বিদায়ী সভাপতি শুভ মালিথা ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল হাকিম গতকাল বুধবার বিকেলে ৮১ সদস্যের এ কমিটি অনুমোদন দেন।
সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম বলেন, ধন্যবাদ নেতৃত্ব দেওয়া পূর্বতন বড় ভাইদের যারা আমার উপর বিশ্বাস রেখে দায়িত্ব প্রদান করেছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ছাত্রদের জন্য কার্যকর ভূমিকা পালন করতে, যাতে করে আমার জেলার ছাত্ররা এই সংগঠনের থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেতে পারেন।





