ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, এদেশ হতে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা হবে। উইপোকা-ছাড়পোকার মতো জামায়াত-শিবিরের জঙ্গিবাদের অস্তিত্ব ধ্বংস এবং বিএনপি’র অত্যাচার হতে মুক্তি পেতেই বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকার প্রার্থিদের ভোট দিয়ে ইতিহাস রচনা করেছে।
আজ সোমবার সকালে মার্কেন্টাইল ব্যাংক ঈশ্বরদী শাখার আয়োজনে অড়োণকোলা মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কালে তিনি একথা বলেন।
সাংসদ শরীফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
ব্যাংকের ব্যবস্থাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় সেকেন্ড অফিসার আখতার হামিদ, আওয়ামী লীগে নেতা হামিদুর রহমান, কাউন্সিলার আবুল হাসেম, জেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার কবিরুল ইসলাম, যুবলীগ নেতা রাফিকুল ইসলাম রাফিকসহ মাদ্রাসার শিক্ষক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় শতাধিক এতিম শিক্ষার্থিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





