গাজীপুরের শ্রীপুরে চুরির ঘটনা জানিয়ে দিবে এ ভয়ে ছোট ভাইকে গলায় ব্লেড দিয়ে গলা কেটে দিয়েছে বড় ভাই। আজ মঙ্গলবার উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা গ্রামেই এ ঘটনাটি ঘটেছে। পরে খবর পেয়ে স্বজনরা গুরুতর রক্তাক্ত অবস্থায় শিশু সালামকে (৯) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
অধিক রক্তক্ষরণে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে তাকে। আহত সালাম স্থানীয় একটি কেজি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও ওই গ্রামের মনির হোসেনের ছেলে। পরে এ ঘটনার জড়িত সহদোর বড় ভাই দশম শ্রেণির শিক্ষার্থকে (১৬) পুলিশ হেফাজতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে শিশু সালামের ফুফুর কিছু টাকা হারানো গেছে বাড়ি থেকেই। পরে এ নিয়ে খোঁজাখুঁজি শুরু হলে দুই শিশু তোপের মুখে পড়ে। চুরির ঘটনাটি শিশু সালামের বড় ভাই ঘটিয়েছে বলে শিশু সালাম টের পায়। সে চুরির ঘটনা বলে দিতে পারে এ ভয়ে ছোট ভাই সালামকে কৌশলে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে আটকে গলায় ব্লেড দিয়ে আঘাত করে। এ সময় ব্লেডের টানে গলা কেটে যায়। শিশু সালামের কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহত শিশু সালামকে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিশুর সালামের গলার অনেকটাই কেটে গেছে। ব্লেডের কাটা বলে রক্তক্ষরণ বেশি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত পাঠানো হয় আহত শিশু সালামকে।
শ্রীপুর মডেল থানার ওসি লিয়াকত আলী জানান, আহত শিশুর সহদোর বড় ভাই এ ঘটনার সাথে জড়িত। সে নিজেও শিশু। এ ঘটনায় জড়িত শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।