বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর। ছেলে তৈমুরকে নিয়ে যার বিশাল স্বপ্ন। তৈমুর ছোট হলেও বলিউডের কোনো তারকা থেকে কম জনপ্রিয় নয়। এবার প্রিয় এই ছেলেকে নিয়ে নতুন আতঙ্কে পড়েছেন মা কারিনা। ছেলের জন্য তৈরি পুতুলের মধ্যে ছেলের ভূত দেখলেন তৈমুর।
জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের এক প্রশ্নের উত্তরে কারিনা ছেলের পুতুলটিকে ‘ভূত’ বলেন মন্তব্য করেছেন। তৈমুরের আদলে তৈরি পুতুল নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় বাবা সাইফ আলি খান তেমন মাথা ঘামাননি। এবার এই পুতুল নিয়ে এবার সরব হয়েছেন কারিনা কাপুর। বলেন, ‘তৈমুর পুতুল দেখতে মোটেও আসল তৈমুরের মতো নয়। নীল চোখ, উশকোখুশকো চুলের এই পুতুল কেমন যেন ভে.ৗতিক। তৈমুর আলি খানের চেয়ে তার সঙ্গে অনেক বেশি মিল হলিউড হরর মুভি সিরিজের ভৌতিক পুতুল ‘চাকি’র।
এর আগে করণ জোহর তার শোয়ে সারা আলি খানের কাছেও তৈমুর পুতুলের প্রসঙ্গ তুলেছিলেন। সারার কোলে একটি তৈমুর পুতুল বসিয়ে মজাও করা হয়েছিল এই শোয়ে। কিন্তু এবার মা কারিনা এ বিষয়ে আলোচনা বাড়াতেই দেননি। প্রথমেই পুতুলটি নিয়ে এমন মন্তব্য করে বসেন তিনি।