বগুড়া ঘুরে গেলেন ট্রাভেলেটস অফ বাংলাদেশের চার ‘ভ্রমণকন্যা’ ডাঃ সাকিয়া হক, ডাঃ মানসী সাহা তুলি, সিলভী রহমান, রাবেয়া বসরী রাইসা ও জয়ন্তী রানী দাস। দুটি স্কুটি করে চারজন ভ্রমণ কন্যা বগুড়ায় পৌঁছে বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের আত্মরক্ষার উপর বিভিন্ন কলা কৌশল বিষয়ে টিপস দেন। নির্যাতন, ইভটিজার বিষয়ে নানা তথ্য প্রদান করেন। সমাজে মাথা উচুঁ করে চলাচলের বিষয়েও আলোকপাত করেন তারা।
এর আগে ছয়টি পর্বে স্কুটি নিয়ে তারা বাংলাদেশের ৩৩ টি জেলা পরিদর্শনের পর সপ্তম ধাপে ১২ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারি, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাটের পর ২৩ জানুয়ারি বগুড়ায় আসেন। ৬ এপ্রিল ২০১৭ তারা ঢাকা থেকে ভ্রমণ শুরু করেন।