চ্যাটবট চালু করল লা রিভ

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

চ্যাটবট চালু করল লা রিভ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ মে, ২০১৯

ফেসবুক, ইন্টারনেট কিংবা চলতি পথে লা রিভের কোনো পোশাকের ছবি বা স্ক্রিনশট নিয়ে লা রিভের মেসেঞ্জার অথবা ওয়েবসাইটের লাইভ চ্যাটে অ্যালিসাকে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গেই জানা যাবে কোন কোন আউটলেটে এটি পাওয়া যাবে। শুধু তা-ই নয়, একইরকম আর কোনো পোশাক আছে কি-না, সাইজ অনুযায়ী পাওয়া যাবে কি-না এবং নিকটস্থ শোরুমের ঠিকানা সবই জানা যাবে এর মাধ্যমে।

তবে এই ‘অ্যালিসা’ কিন্তু সাধারণ মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফ্যাশন চ্যাটবট। লা রিভের জন্য উদ্ভাবনী প্রযুক্তির এই চ্যাটবট তৈরি করেছে ব্র্যান্ডটির সহযোগী প্রতিষ্ঠান বটকার্ট ডটকম।

রোববার আয়োজিত এক অনুষ্ঠানে চ্যাটবটটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, কেবল পছন্দের পোশাক খুঁজে পাওয়া বা ক্রয় করাই নয়, অ্যালিসা নতুন অফার ও ছাড়ের বিস্তারিত তথ্যসহ জানিয়ে দিবে সকল স্টোরের লোকেশন, ফোন নম্বর, খোলা ও বন্ধের সময়সূচি ইত্যাদি।

অ্যালিসার মাধ্যমে পছন্দের লা রিভ পোশাকটি খুঁজে পেতে কিংবা প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে ভিজিট করতে হবে lerevecraze.com ওয়েবসাইট অথবা যোগাযোগ করতে হবে লা রিভের ফেসবুক মেসেঞ্জারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads