চৌহালীতে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে বসত-ভিটা

সিরাগঞ্জের চৌহালি উপজেলার খাসপুকুরিয়ায় এলাকায় চলছে তীব্র নদী ভাঙন

ছবি: বাংলাদেশের খবর

প্রাকৃতিক দুর্যোগ

হুমকির মুখে তাঁতশিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান

চৌহালীতে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে বসত-ভিটা

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুন, ২০১৯

যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের চৌহালীতে আবারও শুরু চলছে তীব্র নদী ভাঙন। শনিবার উত্তর খাষপুখুরিয়া গ্রামে মাত্র এক ঘণ্টার ব্যবধানে সাতটি বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া বহু ফসলী জমি, গাছপালা ও পুরাতন কবরস্থান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তরা অন্যের বাড়িতে এবং ওয়াবদা বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এদিকে নদী ভাঙনের বিষয়ে সংশ্লিষ্টদের বারবার অবগত করা হলেও ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি এমন অভিযোগ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার।

স্থানীয়রা জানায়, এবছর যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকে চৌহালী উপজেলার উত্তর খাষপুখুরিয়া থেকে মিটুয়ানী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ও বারবয়লা থেকে বোয়ালকান্দি-স্থলচর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে নদী ভাঙ্গন । পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা না নেওয়ায় বর্ষা মৌসুমের শুরুতেই ভাঙ্গনের তীব্রতা আরও বাড়তে থাকে।

শনিবার সকালে উত্তর খাষপুখুরিয়া গ্রামের কৃষক ঝান্টু মিয়া, সোলায়মান হোসেন, নজরল ইসলাম, আকবার হোসেন, রাহেজ উদ্দিন, আছিয়া খাতুন ও কুলসুম বেগমের বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া খাষপুখুরিয়া পুরাতন কবরস্থান চলে যাচ্ছে নদী গর্ভে।

স্থানীয় কলেজ শিক্ষার্থী এআর ফিরোজ আহম্মেদ রনব ও সমাজ সেবক আবু দাউদ সরকার জানান, উত্তর খাষপুখুরিয়া এলাকায় তীব্র ভাঙন শুরু হলেও পাউবো কর্মকর্তারা এখনও পরিদর্শন করতে আসেনি। যমুনা নদীর মাঝে নতুন চর জেগে ওঠায় পানি সরাসরি পূর্বপাড়ে আঘাত হানছে, যে কারণে নদী পাড়ে ভাঙন বেড়েছে। পানির গতিপথ পরিবর্তন করতে এই স্থানে বাঁধ নির্মান ও চরকেটে পানির প্রবাহ পরিবর্তন করার দাবি জানাই।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির জানান, ভাঙন কবলিত এলাকায় সহায়তা ও ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল বলেছেন, চৌহালীর প্রধান সমস্যা নদী ভাঙন। উত্তর খাষপুখুরিয়ার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনে পাউবো’র সাথে কথা হয়েছে দ্রুতই সেকেন্ড ফেজের কাজ শুরু হবে। এছাড়া নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads