কুমিল্লার চৌদ্দগ্রামে ৯৭১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল আরোহী দুই যুবককে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- কুমিল্লা কোতয়ালী থানার গোলাবাড়ি গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আশরাফ মাহমুদ ওরফে আক্কাছ (৩৫) ও বরুড়া থানার এগারো গাঁও গ্রামের শাহ আলম মিয়ার ছেলে মো. রিয়াজ (২০)।
বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন দুপুরে র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, মঙ্গলবার রাতে র্যাবের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের সুজাতপুর এলাকায় চেক পোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী একটি মোটর সাইকেলকে থামার জন্য সংকেত দিলে মোটর সাইকেলে থাকা ব্যক্তিরা দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ব্যারিকেড দিয়ে দুইজনকে মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৯৭১৭ পিছ ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করার কথা স্বীকার করেন।