চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের চাঁপায় নিহত এক

কাভার্ড ভ্যানের চাঁপায় নিহতের লাশ

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের চাঁপায় নিহত এক

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়ায় দ্রুত গতির কাভার্ড ভ্যানের চাপায় শাহাদাৎ হোসেন (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে পাশ্ববর্তী ফেনী সদর উপজেলার জগইরগা গ্রামের শেখ ফরিদ আহম্মদের ছেলে এবং ফেণী রাজাপুর বাজারের ব্যবসায়ী। এ সময় অপর মোটর সাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেণী সদর হাসপাতালে পাঠানো হয়।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই হাবিব ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথার থ্রিষ্টার পাষ্ট সংলগ্ন স্থানে ফেণীগামী মোটর সাইকেলকে  একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ হোসেনের মৃত্যু হয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads