চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ ডিসেম্বর, ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রোববার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ ও র‌্যালী করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভুঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সাধারন সম্পাদক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, এডভোকেট শহিদুল্লাহ, চৌদ্দগ্রাম এইজ জে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওলানা আহসান উল্লাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, হুমায়ন কবির, সাংবাদিক মজিবুর রহমান বাবলু, গোলাম মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানে চারটি প্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রী দুর্নীতির বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads