সারা দেশ

চুয়াডাঙ্গায় নিখোঁজের তিনদিন পর গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি, ২০২১

চুয়াডাঙ্গার জীবননগরে স্বামী-স্ত্রী নিখোঁজের তিনদিন পর আখক্ষেত থে‌কে গৃহবধু তারজিনা খাতুনের (২৫) বিবস্ত্র মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দি‌কে উপজেলার উথলী গ্রামের কোমরপাড়া মাঠ থে‌কে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তারজিনা খাতুন জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মেহের পাড়ার আব্দুস সালামের স্ত্রী।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আব্দুস সালাম ও তারজিনা খাতুন নিখোঁজ হন। এখন পর্যন্ত আব্দুস সালামের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গ্রামের বাসিন্দা মো. ইমরুল হাসান রাজু বলেন, সিংনগর গ্রামের আব্দুস সালাম ও তার স্ত্রী তারজিনা খাতুন অন্যের জমিতে কামলা খাটতেন। গত সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কাজের জন্য বাইরে গিয়ে তারা আর ফেরেননি।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সন্ধ্যায় কয়েকজন কৃষক ঘাস কাটতে গিয়ে আখক্ষেতে বিবস্ত্র নারীর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী মরদেহ তারজিনা খাতুনের বলে শনাক্ত করেন।

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী আব্দুস সালাম টাকার জন্য নিজেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। তাকে গ্রেপ্তারের অভিযানে নেমেছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads