চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের রেলগেটের অদূরে ট্রেনের কেটে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে দুধপাতিলা রেলগেটের অদূরে অজ্ঞাত যুবকের বাম পা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় যুবক একরামুল বলেন, সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তার পা বিচ্ছিন্ন হয়। তার পরিচয় পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরনের কারণে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
পুড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেকে কেটে নিহত অজ্ঞাত যুবকের লাশ ময়নাতদন্তর জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে নিহত যুবকের পরিচয় না পাওয়া গেলে সরকারি নিয়ম অনুযায়ী দাফন করা হবে।