আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি:
চার বছরের শিশুর দুষ্টুমিতে অতিষ্ঠ বাবা-মা। তাই ঘরের বারান্দার খুঁটিতে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে মা গেছেন মাঠে ঘাঁস কাটতে। আর দিনমজুর বাবা গিয়েছিলেন কাজে। এরই মধ্যে রান্নাঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে রান্নার আগুনে গোয়ালঘরও পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এবং এদুর্ঘটনার আগুনের তাপ লেগে শিকলে বাঁধা শিশু জিহাদ হোসেনের (৪) শরীরের প্রায় ২০-২৫ ভাগ পুড়ে গেছে। গতকাল শনিবার (৪ মার্চ) দুপুরে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের উত্তর চাদপুর গ্রামের রুবেল হোসেনের বাড়িতে এঅগ্নিকান্ড ঘটে। এতে প্রায় এক লক্ষ টাকা মূল্যের একটি ষাঁড় গরু পুড়ে মারা গেছে। দিনমজুর রুবেলের স্ত্রী বৃষ্টি খাতুন বলেন, ছেলে খুব দুষ্টুমি করে। তাই তিনি বাড়ির বাইরে গেলে শিকলে বেঁধে রেখে যান। আজও বেঁধে রেখে মাটে ঘাঁস কাটতে গিয়েছিলেন। আর চুলার আগুন থেকে তাঁর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তাঁর শিশুর শরীরের প্রায় ২০ থেকে ২৫ ভাগ পুড়ে গেছে। একটি করে রান্না ও গোয়াল ঘর পুড়ে গেছে। আগুনে তাঁর গোয়ালে থাকা প্রায় লাখ টাকার গরুটি পুড়ে মারা গেছে। যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে দিনমজুরের ব্যাপক ক্ষতি হয়েছে। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, লিখিত আবেদন করলে সরকারি বরাদ্দ থেকে সহযোগীতা করা হবে।