বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় চিত্র শিল্পী ইসমাইল চৌধুরীর “প্রকৃতিরছন্দ” শীর্ষক ৫০তম একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামীকাল ১৫ সেপ্টেম্বর ২০২৩ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ১৫ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩ সপ্তাহ ব্যাপী জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীর উদ্বোধনী পর্বে আগামিকাল সন্ধ্যা ৬:৩০ মিনিটে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেশ বরেণ্য চিত্রশিল্পী এমিরিটাস অধ্যাপক হাশেম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্টিস্ট সুপার নিউমারারি অধ্যাপক ড. ফরিদা জামান এবং বিশিষ্ট শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।
প্রদর্শনী আগামিকাল ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এমিরিটাস অধ্যাপক হাশেম খান চিত্রশিল্পী ইসমাইল চৌধুরীকে নিয়ে বলেন, “শিল্পী ইসমাইল চৌধুরীএকজন শিল্পীর প্রখর দৃষ্টিভঙ্গি, অনুভব, জগতের সর্বক্ষেত্রেই যেসব সুন্দর-অসুন্দর বিষয় আছে তা নিজের উপলব্দিতে এনে নিজের শিল্প সৃষ্টির প্রেরনা আবিস্কার করেন-ক্যানভাস কেনা নান উপদানে বিধৃত করেন। শিল্পী ইসমাইল অত্যন্ত নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে তাঁর আবিস্কৃত ফসল নিয়ে প্রদর্শনী করে শিল্পবোদ্ধা, শিল্প রসিকএমনকি সাধারণ দর্শককেও মোহিত করত পারেন”।