চার নাটক নিয়ে কক্সবাজারে জাহারা মিতু

জাহারা মিতু

ছবি : সংগৃহীত

শোবিজ

চার নাটক নিয়ে কক্সবাজারে জাহারা মিতু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর, ২০১৮

নতুন চারটি নাটকের চিত্রায়ণে কক্সবাজার অবস্থান করছেন মডেল ও অভিনেত্রী জাহারা মিতু। আগামী ১ জানুয়ারি পর্যন্ত সাখাওয়াত মানিকের সার্বিক তত্ত্বাবধানে ও স্বাধীন ফুয়াদের নির্দেশনায় ‘লটারি’, ‘নাকাব’ এবং রাফাত মজুমদার রিংকুর নির্দেশনায় ‘ভালোবাসার নীল খাম’, ‘যাকে প্রেমিক বলা যায় না’ নাটকের চিত্রায়ণে ব্যস্ত থাকবেন তিনি। এসব নাটকে জাহারা মিতুর সহশিল্পী হিসেবে আছেন শ্যামল মাওলা ও নিলয়। কক্সবাজার থেকে মুঠোফোনে এমনটাই জানিয়েছেন তিনি।

মিতু বলেন, ‘শুরু থেকেই আমি চেষ্টা করে যাচ্ছি টুকটাক নাটকে অভিনয় করে নিজের পরিচয়টা সবার মাঝে জানান দিতে। গত এক বছরেরও বেশি সময় ধরে অভিনয়ে নিজের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছি। যে কারণে আমার হাতে আসা স্ক্রিপ্টগুলোতে নিজের চরিত্র নিয়ে এখন ভাবছি। ক্যামেরার সামনে শুধু সংলাপের প্রয়োজনে সংলাপ বলে যাওয়াটা নয়, আমি সত্যিকারের একজন অভিনেত্রী হয়ে মিডিয়াতে আজীবন কাজ করে যেতে চাই।’

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও দারুণ ব্যস্ত জাহারা মিতু। এনটিভির একটি অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে উপস্থাপনায় তার সম্পৃক্ততা। বিগত এক বছর ধরে বৈশাখী টিভির নিয়মিত অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’-এর নিয়মিত উপস্থাপক তিনি। মিতু অভিনীত রাশেদ রাহা পরিচালিত ‘আকাশে মেঘ নেই’ বাংলাভিশনে এবং জুয়েল মাহমুদ পরিচালিত ‘দি পাবলিক’ দীপ্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads