চাটমোহরে প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

কৃষি অর্থনীতি

চাটমোহরে প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ এপ্রিল, ২০২০

পাবনার চাটমোহরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার কৃষি প্রণোদনার আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার ৭শ’ কৃষকের মধ্যে ৫ কেজি করে ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আঃ হামিদ মাস্টার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।

এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ,এ মাসুমবিল্লাহ, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল করিম, আঃ সালাম, সাইদুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads