চাটমোহরে তৃতীয় দফা বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত, রোপা আমনের ব্যাপক ক্ষতি

প্রতিনিধির পাঠানো ছবি

প্রাকৃতিক দুর্যোগ

চাটমোহরে তৃতীয় দফা বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত, রোপা আমনের ব্যাপক ক্ষতি

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ অক্টোবর, ২০২০

পাবনার চাটমোহরে তৃতীয় দফা বন্যায় কৃষকের আবাদকৃত রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় ৫০০ হেক্টর জমির রোপা আমন ধানের জমি তলিয়ে গেছে। বড়াল,গুমানী ও চিকনাই নদীর পানি বেড়ে বাড়ি-ঘরে প্রবেশ করেছে। দুর্ভোগে পড়েছে সহস্রাধিক বন্যার্ত পরিবার।

উজান থেকে নেমে আসা বন্যার পানি নতুন করে বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট ও ফসলি জমি।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ৭৪০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এরমধ্যে বন্যা আর বর্ষণে শতাধিক হেক্টর জমির ধান বিনষ্ট হয়েছে। উপজেলার নিমাইচড়া,ছাইকোলা ও ডিবিগ্রাম ইউনিয়নের এই ধানের ক্ষতি হয়েছে।

নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান খোকন ও ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, তৃতীয় ধাপে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে অসংখ্য পরিবার।

বিলচলন,ছাইকোলা,নিমাইচড়া, হরিপুর ও হান্ডিয়াল ইউনিয়নের সদ্য রোপনকৃত ধানের জমি তলিয়ে গেছে। বন্যার পানি নতুন করে বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকায় আঞ্চলিক রাস্তা ডুবে গেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads