চাকরিদাতা ও চাকরিপ্রার্থী উভয় পক্ষকেই চাকরির বিজ্ঞপ্তি এবং আবেদন নিয়ে বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তে হয়। তবে পুরো ব্যাপারটি আরো সহজ করতে এলো অনলাইন সিভি ব্যাংক সিভিলিঙ্কড। প্ল্যাটফর্মটিতে কোনো প্রার্থীকে চাকরি খুঁজতে হবে না কিংবা আবেদনও করতে হবে না। চাকরিদাতা প্রতিষ্ঠান সিভি দেখে সরাসরি সম্ভাব্য প্রার্থীর সঙ্গে যোগাযোগ করতে পারবে।
বর্তমানে সিভিলিঙ্কডের সিভি ব্যাংকে এক লাখের বেশি ভেরিফায়েড সিভি জমা আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সিভি ব্যাংকের প্রতিটি সিভি সঠিক পদ্ধতি মেনে তৈরি করা এবং নির্দিষ্ট সময়ের পর সিভিগুলোর তথ্য আপডেট করা হয়।
চাকরিদাতাদের জন্য এখানে সিভি দেখতে কোনো রকম বাড়তি সার্ভিস চার্জ দিতে হবে না। কোনো কোম্পানি চাইলে এক বা একাধিক সিভি পছন্দ হলে শর্টলিস্ট করতে পারবে এবং ন্যূনতম সার্ভিস চার্জের বিনিময়ে সিভি সংগ্রহ করতে পারবে। ওয়েবসাইটের (cvlinked.com) পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপেও প্রতিষ্ঠানটির সেবা পাওয়া যাবে।