চাঁদপুর সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। সাতটির কোনোটিতে বিপুল ভোটের ব্যবধানে, আবার কোনোটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন।
বিজয়ী ৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন : ১নং বিষ্ণুপুর ইউনিয়নে নাছির উদ্দিন খান শামীম, ২নং আশিকাটি ইউনিয়নে মোঃ বিল্লাল হোসেন মাস্টার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মাসুদুর রহমান নান্টু, ৬নং মৈশাদীতে নূরুল ইসলাম পাটোয়ারী, ৮নং বাগাদী ইউনিয়নে বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ৯নং বালিয়ায় রফিকুল্লাহ পাটোয়ারী এবং ১২নং চান্দ্রা ইউনিয়নে খান জাহান আলী কালু। এদিকে ৫নং রামপুর ও ৭নং তরপুরচণ্ডী ইউনিয়নে আল-মামুন পাটোয়ারী (নৌকা) এবং ইমাম হাসান রাসেল গাজী (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেজন্যে এ দুটি ইউনিয়নে শুধু মেম্বার পদে ভোটগ্রহণ হয়েছে।
গতকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার সদর উপজেলার ৯টি ইউনিয়নে এ ভোটগ্রহণ সম্পূর্ণ হয়। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তবে পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, নির্বাচনে সহিংসতার চেষ্টা করায় ৭জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।