চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ভোটারাদের দীর্ঘ লাইন

চাঁদপুর পৌরসভা নির্বাচনে মধ্যতরপুরচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারাদের দীর্ঘ লাইন

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ভোটারাদের দীর্ঘ লাইন

  • মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর, ২০২০

বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ শনিবার সকাল ৯টা থেকে চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে লক্ষাধিক ভোটার ভোট প্রদানে অংশ নিচ্ছেন। সকাল ৮টার পর থেকেই ভোটাররা লাইনে দাঁড়ান। দীর্ঘ দিন পর চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়লো।

নির্বাচনে মেয়র পদে ৩জন, কাউন্সিলর পদে ৫০ জন ও মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন; আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট জিল্লুর রহমান জুয়েল (নৌকা প্রতিক), বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আক্তার হোসেন মাঝি (ধানের শীর্ষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল (হাত পাখা)।

চাঁদপুর পৌরসভার ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৮ শ’ ৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৯ হাজার ২৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫৮ হাজার ৮ শ' ৫৯ জন।

চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি ভোটকেন্দ্রের ৩০৫ টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কক্ষে দু’টি করে ইভিএম মেশিন থাকবে। এর মধ্যে একটি অতিরিক্ত থাকবে।

৫২টি ভোট কেন্দ্রের মধ্যে ২১টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বিএনপি ও ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী অধিকাংশ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তা মনে করছেন না।

সকাল নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আক্তার হোসেন মাঝি। ভোট প্রদান শেষে দুু’জনেই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন কেন্দ্র থেকে কোন ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads