চাঁদপুরে ১৯৬টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গা পূজা

চাঁদপুরের হাজীগঞ্জে ত্রিনয়নী সংঘের দূর্গোৎসবের গেইট

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

চাঁদপুরে ১৯৬টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গা পূজা

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৮ অক্টোবর, ২০১৮

আগামী ১৫ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজার ৯০ ভাগ কাজই ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এখন চলছে প্রতিমার উপর সর্বশেষ তুলির আচড় ও পূজা মন্ডপ সাজ সজ্জার কাজ। দূর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকের ঘরে ঘরে। চলছে সর্বশেষ কেনা-কাটা। ভীড় বেড়েছে চাঁদপুরের শপিংমল গুলোতে।

এ বছর চাঁদপুর জেলায় ১৯৬টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় ১৬টি বেশী।

এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৯টি, হাইমচরে ৫টি, মতলব উত্তরে ২৯টি, মতলব দক্ষিণে ৩৩টি, হাজীগঞ্জে ২৬টি, শাহরাস্তি ১৫টি, কচুয়ায় ৪১টি ও ফরিদগঞ্জে ১৮টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার শাখার সভাপতি রোটা. রুহিদাস বনিক বাংলাদেশের খবরকে জানান, চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ দুর্গোৎসবের আয়োজন করে হাজীগঞ্জের নবদূর্গা, ত্রিশূল ও ত্রি-নয়নি সংঘ। এ ৩টি পূজামন্ডপ ভারতের আদলে সাজানো হয়। ফলে চাঁদপুর ছাড়াও লক্ষীপুর ও কুমিল্লা’সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ পূজামন্ডপগুলো দেখতে ভক্তরা ভীড় জমায়। তিনি বলেন, চাঁদপুর জেলার মধ্যে এ ৩টি পূজামন্ডপ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

দূর্গা পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রত্যেক পূজা মন্ডপগুলোকে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, দূর্গোৎসব বাঙ্গালীর সার্বজনীন উৎসব। আপনার দেখতে পাচ্ছেন এ উৎসবকে ঘিরে বাঙ্গালীর ঘরে উৎসবের আমেজ বিরাজ করছে। দূর্গা মাকে বরণ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলার সকল উপজেলার থানা কর্মকর্তাবৃন্দ স্ব-স্ব উপজেলার পূজা উদযাপন কমিটি ও কমিউনিটি পুলিশের সাথে দূর্গা পূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা করেছেন বলে জানান, জেলা পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম।

পুলিশ সুপার জানান, দূর্গা পূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাথে মতবিনিময় করা হয়েছে। সকল পূজা মন্ডপে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্যও মোতায়েন থাকবে। তিনি বলেন, পুলিশের পাশাপাশি র‌্যাবের টহলও থাকবে সার্বক্ষণিক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads