চাঁদপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

চাঁদপুরে “কর্মগড়ে ভবিষ্যৎ,কর্মই গড়বে ২০৩০ এ ক্ষুধামুক্ত বিশ্ব” এ শ্লোগানে বিশ্ব খাদ্য দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অক্টোবর, ২০১৮

চাঁদপুরে “কর্মগড়ে ভবিষ্যৎ,কর্মই গড়বে ২০৩০ এ ক্ষুধামুক্ত বিশ্ব” এ শ্লোগানে বিশ্ব খাদ্য দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.,মাজেদুর রহমান খান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর চাঁদপুর উপ-পরিচালক কৃষিবীদ আলী আহম্মদ এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মোতালেব, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান, জেলা মার্কেটিং অফিসার এম.এন. রেজাউল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মো. কবির হোসেন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিগ্ধা রায়, পারভীন বেগম, সঞ্জিতা দাস, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন প্রমূখ। আলোচনার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন উপ-সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

আলোচনা পূর্বে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এসে শেষ হয়।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর চাঁদপুর উপ-পরিচালক কৃষিবীদ আলী আহম্মদ এর বদলী জনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসক সম্মাননা স্মারক প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads