চাঁদপুরের হাজীগঞ্জে স্কুলে যাওয়ার পথে ট্রাক্টর চাপায় শ্রাবন্তী রানী দাস (৮) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা একতা বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই ইউনিয়নের নাটেহরা গ্রামের মাঝি বাড়ীর প্রমোদ চন্দ্র দাসের মেয়ে। সে নাটেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় শিক্ষক টিটন চন্দ্র ঘোষ জানান, এ দিন সকালে রামচন্দ্রপুর বাজারমুখী বলাখাল-নাটেহরা ব্রীজ থেকে একটি মালবাহী ট্রাক্টর নিয়ন্ত্রন হারায়। পরে একতা বাজারের পাশে মসজিদের দেয়ালে ধাক্কা দিয়ে চালক পালিয়ে যায়।
এ সময় স্কুলগামী শিক্ষার্থী শ্রাবন্তী রানী দাস ট্রাক্টর ও মসজিদের দেয়াল চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) সাধন চন্দ্র নাথসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে ছুটে এসে ট্রলিটি আটক করেন, এবং শিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, এ ঘটনায় ট্রাক্টরটি আটক এবং শিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।





