জেলায় বন্যা ও নদী ভাঙ্গন ঝুঁকিতে থাকা মানুষের জন্য দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার সুবিধা বঞ্চিত ১১১টি গৃহহীণ পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হন্তান্তর করা হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর মোহনপুরস্থ নিজ বাসভবনের সম্মুখে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী এসব পরিবারের মাঝে ঘরে চাবি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি, মতলব উত্তর সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, জেলা ত্রান ও পুর্ণবাসন কর্মকর্তা জাকির হোসেন, প্রকল্প পরিচালক দেওয়ান ফারুক, মতলব উত্তর চেয়ারম্যান সমিতির সভাপতি স্বর্নপদকপ্রাপ্ত মোহনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক চৌধুরী বাবুল প্রমুখ।