চাঁদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শনিবার পর্যন্ত এ সংখ্যা ছিল দুই। আজ রোববার করোনায় আক্রান্তের সংখ্যা চারজনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩ জনই নারায়গণঞ্জ জেলা থেকে লকডাউনের পর চাঁদপুরে আসছে। এর মধ্যে ২ জন মতলব উত্তরের, এক চাঁদপুর সদর উপজেলা ও একজন চিকিৎসক মতলব উত্তর হাসপাতালে কর্মরত। এদিকে সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
শনিবার চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্যাহ মৃতু ব্যক্তির নমুনা সংগ্রহ করে রোববার ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুরের সদরের লক্ষীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামের নারায়ণগঞ্জ থেকে আসা একজন। তার বাড়ী লকডাউন করা হয়েছে। অপরদিকে মতলব উত্তরের একজন চিকিৎসক। যিনি করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন। বর্তমানে ওই ডাক্তারকে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।
এ ছাড়া চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের আরএমও মো: সুজাউদ্দোলা রুবেল জানান, এ হাসপাতালে আইসোলেসন বিভাগে চারজন চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে চাঁদপুরের মতলবে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত যুবক সুজনের স্ত্রীকেও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যের আইসোলেসনে রাখা হয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্যাহ জানান, নতুন করে আরো দুইজন রোগীর করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ এসেছে। এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছে। এ ছাড়াও মতলব উত্তরসহ মোট পাঁচজন আইসোলেশনে রয়েছে।