চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিমকে পুলিশ আটক করার পর উত্তেজিত নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ও আওয়ামী লীগ প্রার্থী দীপু মনির বাসার মাঝামাঝি স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় দুই পক্ষ দুই বাড়ীর সামনে অবস্থান নেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া ও পাল্টা ধাওয়ার পর পুলিশ, বিজিবি ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্দ আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপি প্রার্থী মানিকের বাসার গেইট ভাংচুর করার চেষ্টা করে।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, সকাল ১১টায় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির নির্বাচনী চিফ এজেন্ট ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সলিমউল্যাহ সেলিমকে পুলিশ আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, বিজিবি ও পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করে। এ সময় মারবেল ও গুলাইলসহ একটি গাড়ী জব্দ করে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, বিএনপির ওই নেতার নামে পূর্বে বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।