ভোলার চরফ্যাশনে নৌকা প্রতীকের সমর্থনে গতকাল বুধবার দুপুরে চলচ্চিত্রের ছয় তারকার প্রচারাভিযানে মানুষের ঢল নামে। চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে অনুষ্ঠিত এই প্রচারাভিযানে চলচ্চিত্র শিল্পী ফেরদৌস, রিয়াজ, অপু বিশ্বাস, ইমন, পপি ও পূর্ণিমা অংশ নেন।
তারকারা ভোটারদের উদ্দেশে বলেন, উন্নয়নের প্রতীক নৌকা মার্কা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর ভোলা-৪ আসনের চরফ্যাশন ও মনপুরার মানুষের উন্নয়নের অগ্রদূত বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে আবারো নৌকা মার্কায় আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন।
চিত্রনায়ক ফেরদৌস বলেন, শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল এবং আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে চরফ্যাশন ও মনপুরার মাটি ছিল বঙ্গবন্ধুর ঘাঁটি।
এর আগে তারকারা হেলিকপ্টারযোগে চরফ্যাশনে পৌঁছান। তারা একটি খোলা পিকআপে চরফ্যাশন সদর রোড হয়ে ‘জ্যাকব টাওয়ার’ পৌঁছান। নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও তার সহধর্মিণী নিলীমা জ্যাকব তারকাদের সঙ্গে ছিলেন। পরে তারা উপমন্ত্রীর সঙ্গে চরফ্যাশনের শশীভূষণ, দক্ষিণ আইচাসহ বিভিন্ন পথসভায় নৌকার প্রচারাভিযানে অংশ নেন।
চলচ্চিত্র তারকাদের প্রচারাভিযানে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের প্রার্থী উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, নির্বাচন সমন্বয়কারী ইউনুছ আল মামুন, চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষন দেবনাথ প্রমুখ।