ক্যাম্পাস

চবিতে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার

  • চবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে ক্লাস শুরু হবে আগামী মঙ্গলবার থেকে।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তি জানানো হয়, চবির সকল বর্ষের ক্লাস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে চালু হবে। সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলমান থাকবে।

এতে আরও বলা হয়, ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক সভা ব্যতীত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এরূপ কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এছাড়া শিক্ষার্থীদের টিকা সনদ সঙ্গে রাখার জন্যও বলা হয়।

এর আগে, গত ২১ জানুয়ারি করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় চবির সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads